পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০১৯) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৪ শতাংশ স্টক লভ্যাংশ ।
এছাড়া, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২২ টাকা ৩৩ পয়সা।
আগামী ২৩ সেপ্টেম্বর কোম্পানিটির লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।