পুঁজিবাজারে টানা উত্থানের ধারাবাহিকতা বজায় রয়েছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ফ্লোর প্রাইসের কবলে আটকে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ার দরই বেড়েছে। তবে এর মাঝেও ফ্লোর প্রাইসেই আটকে রয়েছে ৩ কোম্পানি এবং ৮ মিউচ্যুয়াল ফান্ড।
চলতি সপ্তাহে দৈনিক লেনদেন টানা ৩ কার্যদিবসে হাজার কোটি ছাড়িয়েছে।
আটকে থাকা কোম্পানিগুলো হলো: সী পার্ল রিসোর্ট বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড।
এছাড়া ফ্লোর প্রাইসে আটকে থাকা ৮ ফান্ডগুলো হলো : এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচ পি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, সী পার্ল রিসোর্ট বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ৭৯.১০ টাকার ফ্লোর প্রাইস আটকে রয়েছে। এছাড়া ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৪.৮০ টাকায় এবং ডিবিএইচের শেয়ার দর ৯২.৬০ টাকার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।
এদিকে ফ্লোর প্রাইসের কারণে মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.২০ টাকা, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৬০ টাকা, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৬.৫০ টাকা, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৯০ টাকা, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৪.১০ টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৭০ টাকা, পিএইচ পি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.২০ টাকা এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৫০ টাকায় আটকে রয়েছে।
তবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজার বিশ্লেষকরা বলছেন, দিন যত যাচ্ছে ততই বাজারের গতি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে পুঁজিবাজারে কিছুটা কারেকশন ও হয়েছে। যা বাজারের জন্য শুভ লক্ষন বলে মনে করছেন তারা। তাই গতিশীল বাজারে এ কোম্পানিগুলোও শীঘ্রই ফ্লোর প্রাইসের কবল থেকে বেরিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।