1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে এডিবি-বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ বিদেশি এলএনজি দেশে জলবায়ু ঝুঁকি তৈরি করছে

আইপিও অর্থ ব্যবহারের অনুমতি পেল রিং শাইন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৭ বার দেখা হয়েছে
Ring-Shiner-

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এখন থেকে আইপিও অর্থ ব্যবহার করতে পারবে কোম্পানিটি। কোম্পানিটির ১৯৯৭ সালে একটি বেসরকারী কোম্পানি হিসাবে যাত্রা চালু হয়েছিল এবং পরের বছর এটির উৎপাদন শুরু হয়েছিল।

প্রাপ্ত তথ্যমতে, কোভিড -১৯ সময়কালে কোম্পানি ধারণক্ষমতার প্রায় ৩৫ শতাংশ নিয়ে চলছে। যে কারণে এর রফতানি ও উৎপাদন প্রভাবিত হয়েছে।

এদিকে গত ছয় মাস ধরে আইপিও অর্থের ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে সেই টাকা ব্যবহার করতে পারেনি কোম্পানির ম্যানেজমেন্ট।

এর আগে অনিয়মিত নগদ অর্থ খরচের অভিযোগে কোম্পানির আইপিও অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়া ২০১৯ সালের অক্টোবরে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। ২০২০ সালের জুলাই পর্যন্ত এটি ৫০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে।

কোম্পানি উরি ব্যাংক লিমিটেডের ঢাকা শাখার পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকে ২২ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। বিএসইসিকে ঋণ পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করার জন্য হস্তক্ষেপের অনুরোধ করেছিল।

তবে রিং শাইন দাবি করেছে যে উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়টি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আলোচিত এবং অনুমোদিত হয়েছে।

এছাড়া কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকরা হলেন তাইওয়ানিজ, তারা উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পূর্বের কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চীনা নববর্ষ উদযাপন করতে নিজ দেশে চলে গিয়েছিল। না জানিয়ে নিজ দেশে তাদের চলে যাওয়ায় ফিরে আসার অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোম্পানির আইপিও অর্থের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ করেছিল।

গত বছরের মার্চ মাসে রিং শাইনের আইপিও অনুমোদন করে কমিশন। কোম্পানি আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং মেরামত এবং ঋণ পরিশোধের জন্য ব্যবহার করতে চেয়েছিল।

গত অর্থবছরের প্রথম নয় মাসে এই কোম্পানির নিট মুনাফা ছিল ২৯.৪১ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৪২.০৫ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে এই সংস্থার লোকসান হয়েছে ৭.৯২ কোটি টাকা। চলাকালীন সময় কোম্পানির রফতানি কমেছে ৬৮.৫৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ