বিদায়ী সপ্তাহে (২২-২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৫৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লঙ্কবাংলা ফাইনান্স। কোম্পানিটির ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ৫ কোটি ৫৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯১ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জ হোলসিমের ২৬৭ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৫৬ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২০৫ কোটি ৪০ লাখ ২৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ২০০ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৬৮ কোটি ১১ লাখ ৮৭ হাজার টাকার, ইসলামিক ফাইনান্সের ১৬৭ কোটি ৮৪ লাখ ২৬ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১৬৪ কোটি ৬৮ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।