উত্থান হাওয়ায় উড়তে থাকা দেশের শেয়ারবাজারে আবার চলছে দৈন্যদশা। বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দ্বন্দের কারণে প্রতিনিয়তই শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। এরই ধারবাহিকতায় গত ৯ কার্যদিবসে প্রায় ৮৪ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব শেয়ার শূন্য হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর শেয়ারবাজারে চার লাখ ২৪ হাজার ১৩৩টি বিও হিসাব শেয়ার শূন্য ছিল। আর ২৯ ডিসেম্বর লেনদেন শেষে পাঁচ লাখ ৮ হাজার ২৮টি বিও হিসাব শেয়ার শূন্য হয়েছে। অর্থাৎ এই সময়ে ৮৩ হাজার ৮৯৫টি বিও হিসাবধারী বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করেছেন। যার কারণে এই সব বিও হিসাব শেয়ার শূন্য হয়েছে।
এর মধ্যে ১৯ ডিসেম্বর ১৬ হাজার ২৩৮টি বিও হিসাব, ২০ ডিসেম্বর ১০ হাজার ৫৮৮টি বিও হিসাব, ২১ ডিসেম্বর পাঁচ হাজার ৭৪৬টি বিও হিসাব, ২২ ডিসেম্বর পাঁচ হাজার ৭০৮টি বিও হিসাব, ২৩ ডিসেম্বর ছয় হাজার ৮৬০টি বিও হিসাব, ২৬ ডিসেম্বর ১২ হাজার ১৩৭টি বিও হিসাব, ২৭ ডিসেম্বর ১১ হাজার ২৯৫টি বিও হিসাব, ২৮ ডিসেম্বর আট হাজার ৫৩৬টি বিও হিসাব এবং ২৯ ডিসেম্বর ছয় হাজার ৭৮৭টি বিও হিসাবধারী তাদের সব শেয়ার বিক্রি করেছেন।y