1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

রাজধানীতে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে
kill

রাজধানীতে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম বুলবুল হোসেন। মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে তার একটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসাসেবা দিতেন তিনি। তিনি ‘গরিবের ডাক্তার’ বলেও পরিচিতি ছিলেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার ভোরে নিজ বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন বুলবুল হোসেন। বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওসি মোস্তাকিজুর রহমান বলেন, নিহতের কাছে ১২ হাজার টাকা ও দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ