1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

বেড়েছে স্বর্ণের দাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে
gold-6

দেশে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। সোমবার (১১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা বিক্রি হবে।

সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ