1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বে করোনা শনাক্ততা ছাড়াল ৫০ কোটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে
Corona-world

বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে আট লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৫০ কোটি ০০ লাখ ১০ হাজার ১৯৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৪৯ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আট লাখ ২১ হাজার ৫৬০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬২ লাখ ০৫ হাজার ৯২৮ জনের। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬২ লাখ ০৩ হাজার ৩৭২ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দুই হাজার ৫৫৬ জন। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত সুস্থ হয়েছে ৪৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২১ লাখ ০৩ হাজার ০৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭২৩ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০১ লাখ ৬১ হাজার ২০৫ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ