দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থবছরে অর্জিত মুনাফার ৬৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি ২.২০ টাকা মুনাফা হয়েছে। কোম্পানিটিতে মোট ৪ কোটি ০৩ লাখ ৪১ হাজার ৫৭২টি শেয়ার রয়েছে। এহিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৮ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৪৫৮ টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বা ১.৫০ টাকা করে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ৬ কোটি ০৫ লাখ ১২ হাজার ৩৫৮ টাকা বা মোট মুনাফার ৬৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।
অবশিষ্ট মুনাফা অর্থাৎ ২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা বা ৩২ শতাংশ কোম্পানিটি রিজার্ভ ফান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।