1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

অস্বাভাবিকভাবে বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

  • আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনও বেড়েছে। তবে এ শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিগুলো।

বিকন ফার্মাসিউটিক্যালস: চলতি বছরের ১৩ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৭৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ টাকা ৫০ পয়সা বা ৩১ দশমিক ৩৫ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৯২৭টি।

আজিজ পাইপস: চলতি বছরের ১২ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৬ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ টাকা ৮০ পয়সা বা ৩৭ দশমিক ২৯ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৯২৭টি শেয়ার।

বাংলাদেশ ওয়েল্ডিং: চলতি বছরের ২৪ আগস্টের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫৯ দশমিক ২৪ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ