1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

বড় পতনের দিনে ১২০ পয়েন্ট কমেছে ডিএসইএক্স

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে
Dse

গতকাল সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও সূচকের বড় পতন দেখা গেছে। আর বড় পতনের দিনে প্রায় দুই শতাংশ বা ১২০ পয়েন্ট কমেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ছয় হাজার ৪৪৯ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৭ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৯১ শতাংশ কমে এক হাজার ৪১৫ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট বা ২ শতাংশ কমে দুই হাজার ৩১৪ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা। এদিন ২০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৭৯১টি শেয়ার ২ লাখ ১৭ হাজার ১৮৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ১৮২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ১১৫ কোটি ৪৫ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৮১ কোটি ৬৮ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪৯ কোটি ৪৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৪ কোটি ৪৭ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩২ কোটি ৩১ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ২৮ কোটি ৯৫ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৮ কোটি ৮৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২৬ কোটি ৭ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা সিএনজি লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৮ দশমিক ৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬ দশমিক ১০ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ৯২ শতাংশ, সোনালী পেপারের ৫ দশমিক ৭৭ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৪ দশমিক ০৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৭০ দশমিক ০৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ কমে ১১ হাজার ৪১৯ দশমিক ০৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ কমে ১৯ হাজার ৪৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ১০৬টির দর। সিএসইতে এদিন ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ