1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

লোকসানে বিএসআরএমের তালিকাভুক্ত দুই কোম্পানি

  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার দেখা হয়েছে

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাবে লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের ১৬৪ কোটি টাকা ও বিএসআরএম স্টিলসের প্রায় ৩৫ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলসের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৭৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল প্রায় ১ হাজার ৫৩৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান দাঁড়িয়েছে ১৬৪ কোটি টাকায়। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১২৮ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৪ টাকা ২৯ পয়সা।

বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ৬৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৩১৮ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি টাকায়। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রায় ১০৯ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ২ টাকা ৮৯ পয়সা।

আর্থিক ফলাফলের বিষয়ে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলসের অর্থ ও হিসাব বিভাগের প্রধান এবং কোম্পানি সচিব শেখর রঞ্জন কর বণিক বার্তাকে বলেন, কাঁচামালের দাম বাড়ার কারণে কোম্পানির আয় বেড়েছে। পাশাপাশি ব্যবসার পরিমাণও কিছুটা বেড়েছে। তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমাদের আর্থিক ব্যয় বেশ বেড়ে গেছে। এ কারণে লোকসান গুনতে হয়েছে। ডলারের দাম আগের অবস্থায় ফিরে এলে তখন কোম্পানিও মুনাফায় ফিরে আসবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ