1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

দুই মাস পর হাজার কোটির দিকে এগুচ্ছে পুঁজিবাজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৯২ বার দেখা হয়েছে
dse-cse-1 (1)

দুই মাস পর আবারও হাজার কোটির দিকে এগুচ্ছে দেশের পুঁজিবাজার। আজ ১৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ৯ নভেম্বর ২০২২ তারিখে ডিএসইতে ১ হাজার ১৮ কোটি টাকা লেনদেন হয়েছিল।

আজ মঙ্গলবার ১৭ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬১ টির, কমে ১১৬ টির এবং অপরিবর্তিত রয় ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৩২৩টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ২৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৬ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৮৯.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৯৮ লাখ ১০ হাজার ৩৫৫ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ