শেয়ারবাজারে তালিকাভুক্ত দি সিটি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ দিবে। অপরদিকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
দি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ জুলাই দুপুর ২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ দশমিক শূন্য ৯৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২৮ দশমিক ২১ টাকা।
অপরদিকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। যা ব্যাংকটির শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার জন্য আগামী ৪ জুলাই ব্যাংকটির সাধারণ সভায় আহ্বান করা হয়েছে। একই বৈঠকে ব্যাংকটি নাম দি সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে দি সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হবে।