1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শুক্রবার শুরু রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

বড় লেনদেন দেখিয়ে ফের ফ্লোর প্রাইসেই অবস্থান!

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে
share-aa-

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম সিমেন্ট বহুদিন পর আজ রোববার (৩০ এপ্রিল) বড় লেনদেন করে ফ্লোর প্রাইস ভেঙ্গেছিল। কিন্তু শেয়ার বিক্রির চাপে লেনদেনের শেষ পর্যায়ে কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইস ৬৪ টাকা ৮০ পয়সায় অবস্থান করছে। আজ লেনদেনের প্রায় শুরুর দিকেই কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে ৬৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হতে দেখা যায়। এই সময়ে কোম্পানিটির বড় লেনদেনও দেখা যায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ লাখ ৬৮ হাজার ৩০৪টি শেয়ার। যা গত ৬ মাসের মধ্যে তৃতীয় সর্বোচ্চ লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের আজ ডিভিডেন্ড ঘোষণা আসে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে লোকসানে থাকলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফার বড় খবর দিয়েছে বিনিয়োগকারীদের। যে কারণে আজ শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে কেনাবেচা হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে সাড়ে ২২ শতাংশের বেশি।এতে শেয়ারটি আজ ডিএসইর সর্বোচ্চ দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে।

হাইডেলবার্গ সিমেন্টের পাশাপাশি সিমেন্ট খাতে মেঘনা সিমেন্ট বাদে প্রায় সবগুলো সিমেন্ট কোম্পানি সর্বশেষ প্রান্তিকে ভালো মুনাফার খবর দিয়েছে বিনিয়োগকারীদের। যে কারণে সিমেন্ট খাতের কোম্পানিগুলোর শেয়ার দাম ঊর্ধ্বমুখী থাকতে দেখা যায়। যে কারণে সিমেন্ট খাতে বেশিরভাগ শেয়ারের দাম বেশ চাঙ্গা। বিশেষ করে আজ বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দামে উল্লম্ফন দেখা দেয়ায় লাফার্জহোলসিম সিমেন্টের শেয়ার দামও কিছুটা ঊর্ধ্বুমুখী হওয়ার প্রয়াস চালায়। কিন্তু কোম্পানিটির শেয়ার দাম খুব বেশি এগুতে পারেনি। বাজারের নেতিবাচক প্রবণতা এবং সেল প্রেসার বেড়ে যাওয়ায় শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।

লাফার্জহোলসিম ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলেও অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আর্থিক প্রতিবেদন প্রকাশ সামনে থাকায় কোম্পানিটির শেয়ার নড়েচড়ে বসছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ