logo
প্রকাশ: ১১:২০:০০ এএম, ১২ মার্চ ২০১৮
দারুন ভাবেই দিন কাটাচ্ছেন কোহলি-আনুশকা

যার যার কাজ থেকে আপাতত ছুটি। দেড় মাসের দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম পেয়েছেন চলমান নিদাহাস ট্রফি থেকে। অন্যদিকে নতুন মুভি ‘পরী’ মুক্তির পর ছুটিতে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও।

ছুটির এই সময়টাতে মুম্বাইয়ের নিজেদের আলিশান ফ্ল্যাটে জমিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি। আর তার টুকরো টুকরো ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতেও ভুলছেন না বিরুশকা। 

১১ মার্চ, রবিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেন কোহলি। ক্যাপশনে লিখেছেন, ‘চিলিং অ্যান্ড হাউ।’ এর কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি পোস্ট করেন আনুশকা।

সম্পাদক: সাইফুল ইসলাম অফিস ঠিকানা: ৪০ নর্থ রোড, ভুতের গলি, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। মোবাইল: ০১৭৭৬৪১৪২৪৬, ইমেইল: [email protected]