logo
প্রকাশ: ১০:১২:০০ পিএম, ০৯ মার্চ ২০১৮
বেচারা কোর্টনি ওয়ালশের অবস্থাও বেগতিক এক ম্যাচেই

প্রেমাদাসার ব্যাটিং স্বর্গে ১৩৯ রান ভারতের ডালভাত, তা যতোই দ্বিতীয় সারির দল হোক তারা। ক্যারিবিয়ান কিংবদন্তির এটা ভালো করেই জানা ছিল। জানতেন, নিশ্চিত হারতে চলেছে তার দল।দেশের মাটিতে টেকনিক্যাল ডিরেক্টর হয়ে ব্যাকফুটে চলে গিয়েছেন খালেদ মাহমুদ সুজন। মিডিয়া

গতকাল ভারতের বিপক্ষে যখন ১৩৯ রানে বাংলাদেশের ইনিংস থেমে গেল তখন ডেসিং রুমে বড্ড অস্থির দেখাচ্ছিলো ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশকে। এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন। ড্রেসিংরুমের সুশীতল তাপমাত্রায়ও তিনি সম্ভবত ঘেমে গিয়েছিলেন। বোলিং কোচ হয়ে বাংলাদেশে আসার পর থেকে সর্বদা নির্ভারই ছিলেন ওয়ালশ। গতকাল প্রথমবারের মতো তাকে টেনশনে দেখা গেল।

সম্পাদক: সাইফুল ইসলাম অফিস ঠিকানা: ৪০ নর্থ রোড, ভুতের গলি, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। মোবাইল: ০১৭৭৬৪১৪২৪৬, ইমেইল: [email protected]