logo
প্রকাশ: ১১:০০:০০ এএম, ১০ মার্চ ২০১৮
কাটরিনার গাড়ি দেখে পালিয়ে গেলেন দীপিকা!

সম্প্রতি, দীপিকা ইয়াসমিনের ফিটনেস জিমে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বাইরে দেখেন কাটরিনার গাড়ি দাঁড় করানো রয়েছে। আর তা দেখামাত্রই জিমে না ঢুকে গাড়ি নিয়ে  সেখান থেকে একরকমের পালিয়েই গেলেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশ্যে এক সাক্ষা

বলিউডে নায়িকাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি বেশ পুরনো। এ তালিকায় বর্তমানে সবচেয়ে আলোচিত দুই নাম কাটরিনা কাইফ আর দীপিকা পাড়ুকোন। দু’জনের সম্পর্ক বেশ তিক্ত। শোনা যায় কাটরিনার জন্যই নাকি একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। আর তারপর থেকে এরা একে অন্যকে একটু এড়িয়েই চলেন। তবে দীপিকা ও কাটরিনা দু’জনেরই ফিটনেস  ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।

সম্পাদক: সাইফুল ইসলাম অফিস ঠিকানা: ৪০ নর্থ রোড, ভুতের গলি, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। মোবাইল: ০১৭৭৬৪১৪২৪৬, ইমেইল: [email protected]